শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে অর্ধদিবস দোকানপাট বন্ধ রাখা হয়েছে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার সব ধরনের দোকানপাট বন্ধ ছিল। এছাড়া সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এ উপলক্ষে সকালে নলছিটি পৌর শহরে শোকাবহ পরিবেশে মাইকিং করা হয়। ব্যবসায়ীরা কালো ব্যাজ ধারণ করে গভীর শোক প্রকাশ করেন।
ব্যবসায়ীদের মতামত কী?
নলছিটি পৌর বস্ত্র ব্যবসায়ী কমিটির সভাপতি নেওয়াজ হোসাইন বলেন, শরিফ ওসমান হাদি শুধু একটি নাম নয়, তিনি নলছিটির মানুষের গর্ব। উপজেলার সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘শরিফ ওসমান হাদির পরিচিতি ও সুখ্যাতি এখন আর নলছিটিতে সীমাবদ্ধ নেই, তাঁর আদর্শ ও সংগ্রামের কথা দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে।’
ব্যবসায়ী নেতা শাহাদাত ফকির, রফিকুল ইসলাম ও জিয়াউল কবীর মিঠু বলেন, শরিফ ওসমান হাদি একজন জাতীয় বীর। তার জন্মভূমি নলছিটি হওয়ায় আমরা গর্বিত। তার স্মরণে ব্যবসায়ী সমিতির এ উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।
তারা আরও বলেন, এমন একজন সাহসী ও প্রতিবাদী কণ্ঠকে হারিয়ে দেশ একজন সম্ভাবনাময় নেতৃত্বশীল মানুষকে হারাল। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
শহীদ শরিফ ওসমান হাদির আদর্শ চিরকাল নলছিটিবাসীর হৃদয়ে থাকবে। আপনার মতামত কী? এই শোক কর্মসূচি নিয়ে কী ভাবছেন? কমেন্টে জানান এবং আরও সর্বশেষ খবরের জন্য আমাদের সাথে থাকুন।
0 Comments