নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ওই রাতেই জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
শরিফ ওসমান হাদির লাশ গতকাল শুক্রবার দেশে পৌঁছানোর পর আজ দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সাহসী যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার অকাল মৃত্যুতে অন্তর্বর্তী সরকার গভীর শোকাহত।’ এ কারণে শনিবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া বিদেশে বাংলাদেশের মিশনগুলোতেও পতাকা অর্ধনমিত থাকবে।
শরিফ ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম মুখ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

0 Comments